-
ইভা ও বাবলী শীর্ষে
March 6th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৬ মার্চ ২০১৮ : লিওনাইন চেস ক্লাবের মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও মহিলা ফিদেমাস্টার আফরোজা খানম বাবলী সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে শমসের আলী আন্তর্জাতিক মহিলা দাবা প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন।তবে চার পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দলের মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নোশিন আঞ্জুম দ্বিতীয় স্থানে এবং সাড়ে তিন পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ ও সামিয়া চৌধুরী তৃতীয় স্থানে রয়েছেন।
আজ ৬ মার্চ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে পঞ্চম রাউন্ডে বাবলী ওয়ালিজাকে, ইভা রানী হামিদকে, জাকিয়া নুশরাত জাহান আলোকে, নোশিন সাদিয়া আফরীন সামিয়াকে ও সামিয়া মুশফিকা জান্নাত সাওরীকে পরাজিত করেন। ৭ মার্চ বুধবার বিকেল সাড়ে তিনটায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ