-
ইভা, নোশিন ও তাসলিমা যৌথভাবে শীর্ষে
August 10th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১০ আগস্ট: ৩৮তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলাশেষে ইভা, নোশিন ও তাসলিমা পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
এরা হলেন- মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, নরসিংদীর নোশিন আঞ্জুম ও বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার।
আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানের রয়েছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, ওয়ালিজা আহমেদ ও কিশোয়ারা সাজরীন ইভানা।
আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় প্রতিভা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, মহিলা ফিদে মাস্টার ইভা ফারজানা হোসেন এ্যানিকে, নোশিন মোছাম্মৎ ঝর্না বেগমকে, মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী নুশরাত জাহান মনিকে, জান্নাতুল ফেরদৌস উর্বানা চৌধুরীকে,কাজী জারিন তাসনিম নাজমিন আক্তারকে, জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী আক্তার জেরিনকে, ঠাকুর জানিয়া হক সাবরিনা জাহান সেজুতিকে, রিক্তা সরকার নাফিসা নুশরাত জাহানকে, সাদিয়া আফরিন সামিয়া ওয়ারসিয়া খুশবুকে, জান্নাতুল মাওয়া মৌরী অনুরিতা চৌধুরীকে, ইশরাত জাহান দিবা শ্রী পোদ্দারকে, ওয়াদিফা প্রজ্ঞা পোদ্দারকে এবং বর্নালী বড়ুয়া কুমুদি নার্গিসকে পরাজিত করেন।
ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার জাকিয়ার সাথে এবং ইভানা আফরিন জাহান মুনিয়ার সাথে ড্র করেন।
আগামীকাল শনিবার বেলা ৩.০০টা হতে চতুর্থ রাউন্ডে খেলা শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে