শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
ইমরুল কায়েসের বাবার ইন্তেকাল
April 20th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২০ এপ্রিল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ এপ্রিল রোববার রাত ৯.১৫টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুলের মামাতো ভাই রনি। গতকাল রাতেই তাকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে নিয়ে যাওয়া হয়। আর দাফন সম্পন্ন হবে সোমবার।
এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর ধাক্কায় ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে