-
ইরানকে ৮-১ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
March 31st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হংকং, ৩১ মার্চ: হংকংয়ে চলমান চারজাতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইরান অনূর্ধ্ব-১৫ দলকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
গতকাল বাংলাদেশ তাদের প্রথম খেলায় মালয়েশিয়াকে ১০-১ গোলে পরাজিত করেছিল।
আজ একই মাঠে তহুরা খাতুন ও সামসুন্নাহারের (জুনিয়র) হ্যাটট্রিকে ইরানকে ৮-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশ।
প্রথম মিনিটেই বাংলাদেশের তহুরা খাতুন গোলের সূচনা করেন (১-০)। এরপর ১৩ ও ২৯ মিনিটে পরপর আরো দু’টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা খাতুন। এটি এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক। ৩২ মিনিটে আনাই মগিনি এবং ৪৫+১ মিনিটে সামসুন্নাহার গোল করলে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ৬৩ ও ৬৯ মিনিটে সামসুন্নাহার একাই আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৭ মিনিটে আনুচিং মগিনি ইরানের জালে বল পাঠালে ৮-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
খেলার অন্তিম মুহূর্তে অর্থাৎ ৯০+২ মিনিটে ইরানের হাসটি একটি গোল শোধ করেন (৮-১)।
অপরদিকে আজ প্রথম খেলায় স্বাগতিক হংকং ১-০ গোলে পরাজিত করেছে মালয়েশিয়াকে। হংকং তাদের প্রথম খেলায় গতকাল ইরানকে ১-০ গোলে পরাজিত করেছিল। ফলে দুই খেলার দুটিতেই জয় পেয়েছে হংকং।
অপরদিকে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, দলের সামগ্রিক পারফরম্যান্সে আমি খুবই খুশি। আমাদের চোখ এখন স্বাগতিক হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচের দিকে।
ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, আমাদের দলের জন্য দোয়া করবেন। আমরা হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হতে চাই।
অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, প্রথম দুই খেলার ফলাফলে আমি খুবই খুশি। আমাদের শেষ ম্যাচ স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। নিজেদের সেরাটা দিয়ে প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচ জিতে আমরা চ্যাম্পিয়ন হতে চাই।
টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করা তহুরা খাতুন বলেন, প্রতি ম্যাচে গোল করতে পারায় দারুণ খুশি আমি। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো খেলে বাংলাদেশকে যেন চ্যাম্পিয়ন করতে পারি সে চেষ্টা থাকবে আমাদের।
আগামী ১ এপ্রিল বিকেল ৫-৩০টায় বাংলাদেশ তাদের শেষ ম্যাচে হংকংয়ের মোকাবেলা করবে। ওই ম্যাচে ড্র করলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে