-
উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ রানে হারলো আবাহনী
March 10th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১০ মার্চ: ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে ৩ রানে হেরেছে ঢাকা আবাহনী লি:। এর ফলে নিজেদের নবম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেলো ঢাকা আবাহনী।
প্রাইম দোলেশ্বরের ২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ৪৯.৫ ওভারে ২২৯ রানে অলআউট হলে ৩ রানে জিতে যায় প্রাইম দোলেশ্বর। আবাহনীর মোহাম্মদ মিথুন করেন সর্বোচ্চ ৬০ রান। এছাড়া অধিনায়ক নাসির হোসেন ৫৩, এনামুল হক ৩৪, আরিফুল ইসলাম ২১ রান করেন।
প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি ও ফরহাদ রেজা তিনটি করে, শরীফুল্লাহ দুটি এবং জোহেইব খান একটি উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ ও ফরহাদ হোসেনের অর্ধশত রানের সুবাদে ৯ উইকেটে ২৩২ রান করে প্রাইম দোলেশ্বর। ফজলে মাহমুদ ৬৮ এবং ফরহাদ হোসেন ৬৩ রান করেন। এছাড়া ফরহাদ হোসেন ২৮ ও ইমতিয়াজ হোসেন ১৬ রান করেন।
আবাহনীর মনন শর্মা ৪৪ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া আরিফ ইসলাম সবুজ ও মাশরাফি বিন মর্তুজা দুটি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের ফরহাদ রেজা।
এ ম্যাচ জয়ের ফলে ৯ খেলায় ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর। অপরদিকে এ ম্যাচ হেরে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আবাহনী।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে