-
উমর আকমলের অভিযোগের শুনানি ২৭ এপ্রিল
April 21st, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লাহোর, ২১ এপ্রিল: পাক ক্রিকেটার উমর আকমলের বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানির দিন ধার্য্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটির বিচারক ফজল-ই-মিরান চৌহান এই দিন ধার্য্য করেন।
২০ এপ্রিল সোমবার পিসিবি এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে। আকমলের শুনানি অনুষ্ঠিত হবে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে। পিসিবি’র দুর্নীতিবিরোধী ইউনিট উমর আকমলের বিরুদ্ধে ২.৪.৪ ধারায় দুটি নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে।
অভিযোগ প্রমাণিত হলে উমর আকমল সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হতে পারেন। এর আগে গত ফেব্রুয়ারিতে তাকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। এ কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করতে পারেননি তিনি। এবার মনে হয় আরও বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন উমর আকমল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে