-
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল শুরু: ভিয়েতনামের শুভ সূচনা
September 15th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর: আজ থেকে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপের বাছাই পর্বের খেলা। স্বাগতিক বাংলাদেশসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন ও ভিয়েতনাম এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় করছে।
আজ উদ্বোধনী দিনের প্রথম খেলায় ভিয়েতনাম ৪-০ গোলে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমার্ধে ফান থি এনগস ট্রাম-এর জোড়া গোলে ২-০তে এগিয়ে যায় ভিয়েতনাম। ১৫ ও ২৫ মিনিটে গোল দুটি করেন তিনি।
৭৯ মিনিটে থি নি’র গোলে ৩-০তে লিড নেয় ভিয়েতনাম। ৯০+৩ মিনিটে বুই থি থুং গোল করলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।
আগামী ১৯ সেপ্টেম্বর একই মাঠে বিকেল ৩.৩০টায় ভিয়েতনাম তাদের দ্বিতীয় খেলায় রাহরাইনের মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে