-
একনজরে দেখে নিন রাশিয়া বিশ্বকাপে কে কী পুরস্কার পেলেন
July 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৫ জুলাই: গত ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের ২১তম আসরের পর্দা ওঠে। আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসরের।
এবার একনজরে দেখে নেয়া যাক রাশিয়া বিশ্বকাপে কে কী পুরস্কার পেলেন-
চ্যাম্পিয়ন: ফ্রান্স- ৩৮ মিলিয়ন মার্কিন ডলার
রানার্স আপ: ক্রোয়েশিয়া- ২৮ মিলিয়ন মার্কিন ডলার
তৃতীয়: বেলজিয়াম- ২৭ মিলিয়ন মার্কিন ডলার
চতুর্থ: ইংল্যান্ড- ২২ মিলিয়ন মার্কিন ডলার
সেরা খেলোয়াড়: লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া)
সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (ইংল্যান্ড)
সেরা গোলরক্ষক: থিবাউট কর্তুইজ (বেলজিয়াম)
সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
ফেয়ার প্লে ট্রফি: স্পেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে