-
এগিয়ে থেকেও নারী হকি দলের হার
August 26th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৬ আগস্ট: প্রথমে ১-০ গোলে এগিয়ে থেকেও পঞ্চম প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের সাই একাডেমি নারী হকি দলের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।
আজ রাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ ৯ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায়। জুরাইয়া ফেরদৌস পেনাল্টি কর্নার থেকে গোল করে স্বাগতিকদের ১-০ গোলের লিড এনে দেন।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১১ মিনিটে লোতিয়া মেরির ফিল্ড গোলে সমতা আনে সফরকারীরা (১-১)। এ অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ সমান তালে লড়াই চালিয়ে যায়। ৪৩ মিনিটে লোতিয়া মেরির ফিল্ড গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের সাই একাডেমি নারী হকি দল। এর ফলে ৫ ম্যাচের সবকটিতেই জয়ের মুখ দেখেছে তারা।
আগামি ২৮ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৪.০০টায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে