-
এভারটনের ২২-০ গোলের জয়: ৪ হ্যাটট্রিক
July 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
অস্ট্রিয়া, ১৫ জুলাই: প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব এটিভি ইর্ডনিংয়ের বিপক্ষে নতুন কোচ মার্কো সিলভার অধীনে ২২-০ গোলের অস্বাভাবিক এক জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। ম্যাচে হ্যাটট্রিক করেছেন চারজন ফুটবলার।
গত প্রিমিয়ার লিগের মৌসুমে টফিসরা মাত্র ১৬টি অ্যাওয়ে গোল করতে পেরেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার মাটিতে একটি ম্যাচেই তারা এই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। কেভিয়ান মিরালাস সর্বোচ্চ ৫ গোল করেছেন। যার সবগুলোই ছিল বিরতির পরে।
১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন। তুরস্কের ফরোয়ার্ড সেঙ্ক টোসান করেছেন ৪ গোল। ওমার নিয়াসেও হ্যাটট্রিকসহ করেছেন চার গোল। এছাড়া আডেমোলা লুকম্যান হ্যাটট্রিকক করেছেন।
বাকি গোলগুলো করেছেন ডিফেন্ডার মাইকেল কেন, লেইটন বেইনেস, নিকোলাস ভ্লাসিক ও ম্যাসন গোলগেট।
চলতি মৌসুমে শুরুতে ৪১ বছর বয়সী সিলভা ওয়াটফোর্ড থেকে এভারটনে যোগ দিয়েছেন। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে