-
এমবাপের গোলে সুইডেনকে হারালো ফ্রান্স
September 6th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
স্টকহোম, ৬ সেপ্টেম্বর: স্ট্রাইকার কিলিয়ান এমবাপের অসাধারণ গোলে উয়েফা নেশন্স লিগে সুইডেনকে পরাজিত করে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিক সুইডেনকে ১-০ হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে জয়সূচক গোলটি করে ফ্রান্সের ১০নং জার্সিধারী এমবাপে।
গত মৌসুম শেষে প্রতিযোগিতাটির শীর্ষ টায়ারে উঠে আসা সুইডেনের রক্ষণের সামনে রীতিমতো হিমশিম খাচ্ছিল ফ্রান্স। ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকতে হয় দিদিয়ের দেশমের দলকে।
বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দারুণ কৌশলে সুইডেনের দুইজন ডিফেন্ডারকে পরাস্ত করে অসাধারণ শটে সুইডেনের জালে বল পাঠান এমবাপে।
বাকি সময় আর কোনো গোল না হওয়ায় সুইডেনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে