শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
এলডিসি গ্রুপ রেসিডেন্সে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
January 31st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সফিপুর (গাজীপুর), ৩১ জানুয়ারি: গাজীপুরের সফিপুরে অবস্থিত এলডিসি গ্রুপের রেসিডেন্সে বসবাসরত লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি, লিডা টেক্সটাইল এন্ড ডাইং এবং পান্ডা ফুটওয়্যার-এর কর্মচারীদের নিয়ে আজ থেকে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে দ্বৈত ইভেন্টের ২০টি দল অংশ নিচ্ছে। গ্রুপভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম দিনে ১৪টি দলের খেলা হয় সাতটি।
আয়োজক কমিটির সভাপতি নিরব হাসানের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, এলডিসি গ্রুপে কর্মরত সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে