-
এলিগেন্ট চেস একাডেমির হাত ধরে দাবায় ঢাকার শ্রেষ্ঠত্ব অর্জন
March 12th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১২ মার্চ ২০১৮: এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ছাত্রছাত্রীদের উপর ভর করে ঢাকা বিভাগ বাংলাদেশ যুব গেমসের অন্যতম ডিসিপ্লিন দাবার ইনডিভিজুয়্যাল ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ঢাকা বিভাগ ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ ৫টি পদক লাভ করে এ কৃতিত্ব দেখায়।অপরদিকে বরিশাল বিভাগ ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য, চট্টগ্রাম বিভাগ ১টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ, রাজশাহী বিভাগ ১টি রৌপ্য, ময়মনসিংহ ও সিলেট ১টি করে ব্রোঞ্জ পদক জয় করে। এলিগেন্ট চেস একাডেমির ছাত্রছাত্রীরা অন্যসব বিভাগের হয়ে খেলেও বেশ কিছু পদক জয় করার কৃতিত্ব দেখায়।
দাবার অনূর্ধ্ব-১৭ তরুণ গ্রুপে বরিশাল বিভাগের ফিদেমাস্টার মো. মোহাম্মদ ফাহাদ রহমান স্বর্ণ, রাজশাহী বিভাগের নাইম হক রৌপ্য ও ঢাকা বিভাগের মোর্তুজা মাহাথির ইসলাম ব্রোঞ্জ পদক পেয়েছেন।
অপরদিকে অনূর্ধ্ব-১৭ তরুণী গ্রুপে ঢাকা বিভাগের কাজী জারিন তাসনিম স্বর্ণ ও চট্টগ্রাম বিভাগের তানজিলা তুর নূর রৌপ্য এবং ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ব্রোঞ্জ পদক জিতেছেন।এদিকে অনূর্ধ্ব-১৩ বালকে ঢাকা বিভাগের মোর্তুজা মুহতাদি ইসলাম স্বর্ণ, বরিশাল বিভাগের মো. ইমাম হোসেন রৌপ্য ও সিলেট বিভাগের বিশ্বজিৎ দাস শ্রেষ্ঠ ব্রোঞ্জ পদক লাভ করেন।
বালিকা অনূর্ধ্ব-১৩ গ্রুপে ঢাকা বিভাগের নোশিন আঞ্জুম স্বর্ণ, ওয়াদিফা আহমেদ রৌপ্য ও ময়মনসিংহের সাদিয়া আফরিন সামিয়া ব্রোঞ্জ পদক লাভ করেন।
উল্লেখ্য, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির কাজী জারিন তাসনিম, মোর্তুজা মুহতাদি ইসলাম ও নোশিন আঞ্জুম স্বর্ণ জয় করেন। এছাড়া এ একাডেমির ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন বিভাগের হয়ে খেলে পদক জিতেছেন তারা হলেন- নাইম হক, মোর্তুজা মাহাথির ইসলাম, ওয়াদিফা আহমেদ ও সাদিয়া আফরিন সামিয়া।
মঙ্গলবার সকাল ১০টায় দলগত বালক ও বালিকা র্যাপিড দাবা শুরু হবে।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ