-
এলিগেন্ট র্যাপিডে চঞ্চল অপরাজিত চ্যাম্পিয়ন
January 12th, 2018ক্রীড়া প্রতিবেদক :
জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ এলিগেন্ট র্যাপিড দাবা প্রতিযোগিতায় ৮ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।তবে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী রানারআপ ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন তৃতীয় স্থান লাভ করেন।
এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মো. শরীফ হোসেন চতুর্থ, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী পঞ্চম ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ষষ্ঠ হয়েছেন।
৬ পয়েন্ট নিয়ে সপ্তম হতে দশম স্থান লাভ করেছেন যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ইসফট এরিনা চেস ক্লাবের উতেন ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদের মো. আমিনুল ইসলাম।
বিশেষ পুরস্কার লাভ করেন সেরা মহিলা : জান্নাতুল ফেরদৌস, সেরা বালক : মোর্তুজা মাহাথির ইসলাম এবং সেরা বালিকা : আহমেদ ওয়ালিজা।
আজ ১২ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও দাবা প্রশিক্ষক শওকত হোসেন পল্লব। ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ র্যাপিড দাবায় ১৩৯ খেলোয়াড় অংশ নেয় এবং বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ