-
এলিগেন্ট র্যাপিডে জুয়েল খান চ্যাম্পিয়ন
January 19th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৯ জানুয়ারি, ২০১৯এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ১২তম ফিদে র্যাপিড রেটিং টুর্নামেন্টে জুয়েল খান চ্যাম্পিয়ন হয়েছেন। তবে রানারআপ হয়েছেন ফয়সাল হোসেন। জুয়েল ও ফয়সাল ৭ ম্যাচে সমান ৬.৫ পয়েন্ট পেলে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা নির্ধারণ করা হয়।
এদিকে তৃতীয় থেকে পঞ্চম স্থান লাভ করেন যথাক্রমে আনোয়ার হোসেন দুলাল, মুকিতুল ইসলাম রিপন ও মোহাম্মদ সাগর।
অপরদিকে বিভিন্ন ক্যাটাগরিতে বেস্টউইমেন তাসনিয়া তারান্নুম অর্পা, বেস্ট ননরেটেড ইসাম আনিয়াস রেজা, অনূর্ধ্ব-১৬ বালক রুশিল আধিন রেজা ও বালিকায় প্রতিভা বাতুল, অনূর্ধ্ব-১২ বালক সৈয়দ রিদওয়ান ও বালিকায় পারিসা পুরস্কার পেয়েছেন।
উত্তরায় দিনব্যাপী টুর্নামেন্ট শেষে আর আর ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম রেজানূর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ