শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
এশিয়ান গেমস পুরুষ ওয়াটার পোলোতে কাজাখস্তানের হ্যাটট্রিক স্বর্ণ জয়
September 1st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জাকার্তা, ১ সেপ্টেম্বর: এশিয়ান গেমস পুরুষ ওয়াটার পোরোতে টানা তিনবার স্বর্ণ জয় করে হ্যাটট্রিক স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছে কাজাখস্তান। আজ উত্তেজনাপূর্ণ ফাইনালে কাজাখস্তান ৮-৭ গোলে জাপানকে পরাজিত করে স্বর্ণ জয় করে।
এর ফলে এশিয়ান গেমস পুরুষ ওয়াটার পোলোতে সর্বোচ্চ ৬ বার স্বর্ণ জয় করলো কাজাখস্তান। ফাইনালে হেরে যাওয়ায় গত আসরের মতো রৌপ্য জয়েই সন্তুষ্ট থাকতে হয় জাপানকে।
এছাড়া এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে ইরান। আজ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে ইরান ১৬-১৫ গোলে চীনকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে