শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
এশিয়ান বডিবিল্ডিংয়ে আনোয়ারের রৌপ্যপদক জয়
July 28th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
চীন, ২৮ জুলাই: এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন বাংলাদেশের আনোয়ার তামির। আজ রোববার চীনের হার্বিন শহরে অনুষ্ঠিত ক্ল্যাসিক বডিবিল্ডিং অ্যান্ড মেন্স ফিজিকসের ১৭১ সেন্টিমিটার ক্যাটাগরিতে রৌপ্যপদক জেতেন তিনি।
বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এশিয়ান পর্যায়ে এটাই আমাদের প্রথম রুপা জয়। যে গৌরব এনে দিয়েছেন আনোয়ার তামির।
এর আগে আমরা এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতেছিলাম।’ পদকের জন্য আজ লড়বেন রঞ্জিত চন্দ্র সরকার ও এম রফিকুল ইসলাম। রঞ্জিত মেন্স বডিবিল্ডিং এবং রফিকুল খেলবেন মেন্স মাস্টার্স বডিবিল্ডিং ইভেন্টে। ৪০ দেশের বডিবিল্ডাররা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে