শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
এশিয়ান হ্যান্ডবলে দ. কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ
January 18th, 2018ক্রীড়া ডেস্ক:
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ জানুয়ারি: দক্ষিণ কোরিয়ার সোয়ানে অনুষ্ঠিত ১৮তম এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম খেলায় স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে ৪৬-২০ গোলে হেরে গেছে বাংলাদেশ হ্যান্ডবল দল।
বিজয়ী দল প্রথমার্ধে ২১-০৮ গোলে এগিয় ছিল। কোরিয়া হ্যান্ডবল দলের পক্ষে সর্বোচ্চ ৮টি গোল করেন সিম জিকব। এছাড়া হামিম হো করেন সাত গোল।
বাংলাদেশ হ্যান্ডবল দলের পক্ষে মেহেদি হাসান, মাহাবুব ও সোহাগ হোসেন আরিফ ৪টি করে এবং সামির সাকির ইমন করেন তিন গোল।
বাংলাদেশ আগামীকাল ১৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে