শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
এশিয়ান হ্যান্ডবলে হেরেই চলেছে বাংলাদেশ
January 21st, 2018ক্রীড়া ডেস্ক :
দক্ষিণ কোরিয়া, ২০ জানুয়ারি : দক্ষিণ কোরিয়ার সোয়ানে ১৮তম এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল হেরেই চলেছে।ভারতের কাছে ৪১-১১ গোলে হেরেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-২ গোলে এগিয়ে ছিল। ভারতের হয়ে সর্বোচ্চ গোল করে ডানহা-৮টি ও হারজন্দির সিং-৬টি। বাংলাদেশের দলের পক্ষে সর্বোচ্চ গোল করে মাহাবুব-৪টি, সামির সাকির ইমন-৩টি, সাগর, রাসেল, মেহেদেী ও সানি ১টি করে গোল করেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাত ৩৬-১৫ গোলে বাংলাদেশকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-৮ গোলে এগিয়ে ছিল।
আমিরাতের ওয়ালদি আল-বশি ৭টি ও আব্দুল্লাহ আল-বশি ৬টি এবং বাংলাদেশের মাহাবুব ৫টি, ইমদাদুল হক ৩টি, সাগর মিয়া ৩টি করে গোল করেন।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ