-
এশিয়া কাপের চূড়ান্ত পর্বে হংকং
September 6th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কুয়ালালামপুর, ৬ সেপ্টেম্বর: এসিসি এশিয়া কাপের কোয়ালিফায়ারের ফাইনালে হংকং ডি/এল মেথডে ২ উইকেটে সংযুক্ত্ আমিরাতকে পরাজিত করে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
হংকং কোয়ালিফাই করায় মূল পর্বে গ্রুপ ‘এ’ তে শক্তিশালী ভারত ও পাকিস্তানের মোকাবেলা করবে হংকং।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সংযু্কত আরব আমিরাত। বৃষ্টির কারণে খেলা কমিয়ে ২৪ ওভারে নামিয়ে আনা হয়। ২৪ ওভারে সংযু্ক্ত আরব আমিরাত ৯ উইকেটে ১৭৬ রান স্কোরবোর্ডে জমা করে।
আরব আমিরাতের ওপেনার আশফাক আহমেদ ঝড়ো গতিতে ৫১ বলে ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৯ রান করেন। এছাড়া সাইমান আনোয়ার করেন ২২ রান।
হংকং-এর আইজাজ খান ২৮ রান খরচায় একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া নাদিম আহমেদ নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৮ উইকেটে ১৭৯ রান স্কোরবোর্ডে জমা করলে ২ উইকেটে জিতে যায় হংকং। সেইসাথে এশিয়া কাপের আসরে খেলার যোগ্যতা অর্জন করেন হংকং।
হংকং-এর নিজকাত খান সর্বোচ্চ ৩৮ রান করেন।
ম্যাচসেরা হন হংকং-এর আইজাজ খান।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ৬ দলের অংশগ্রহণে এশিয়া কাপের আসর।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে