-
এশিয়া কাপের দলে মুমিনুল
September 6th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৬ সেপ্টেম্বর: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। এ আসরে অংশগ্রহণ করছে বাংলাদেশ। ইতোমধ্যে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল। আজ মুমিনুল হক যুক্ত হওয়ায় ১৬ সদস্যের বাংলাদেশ দল আরব আমিরাত উড়ে যাবে আগামী ৯ সেপ্টেম্বর রোববার।
মুমিনুল হকের সংযুক্তির বিষয় আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ খবর জানায়।
১৬ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মো: মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহামুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মুমিনুল হক।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে