-
এসএমসি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব
July 28th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ জুলাই: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের দুটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এসএমসির ড্রিংকিং ওয়াটার, যেটা বাজারে আসার অপেক্ষায় আছে এবং স্মাইল বেবি ডায়াপারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ছোটবেলা থেকেই এসএমসির নাম শুনে আসছি। এর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এসএমসির সাথে চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে। আশাকরি এই পথচলাটা সুন্দর হবে।’
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মার্কেটিং বিভাগের জি.এম খন্দকার শামীম রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে