-
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নারী ফুটবলারদের সংবর্ধনা
November 7th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ৭ নভেম্বর: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের যেসব খেলোয়াড়রা চলতি বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে সংবর্ধনা দিয়েছে।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা হলেন : ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন, সিরাত জাহান স্বপ্না, আনাই মগিনী, রেহেনা খাতুন, মাহফুজা খাতুন, আখিঁ খাতুন ও শামসুন্নাহার।
বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে কেক কেটে স্বাগতম জানান।
এ সময় বাফুফে সহসভাপতি মো. আতাউর রহমান ভুইয়া মানিক, ফিফা কাউন্সিল মেম্বার বাফুফে ও এএফসি সদস্য বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফের মহিলা ফুটবল কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস এবং ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ওয়ালটনের পক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের খেলোয়াড়দের প্রত্যেককে স্মার্ট ফোন প্রদান করা হয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ