-
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি চূড়ান্ত
September 11th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১১ সেপ্টেম্বর: আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে একযোগে শুরু হচ্ছে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। উক্ত আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছেন। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পর্বের খেলা চলবে। গ্রুপ ‘এ’র খেলাগুলো হবে ঢাকার বিকেএসপিতে এবং গ্রুপ ‘বি’র খেলাগুলো হবে বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ এবং জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
আগামী ২ অক্টোবর গ্রুপ পর্বের খেলা শেষ হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ৪ অক্টোবর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’র রানার্স আপ দল।
আগামী ৫ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘এ’র রানার্স আপ দল।
সেমিফাইনাল বিজয়ী দুই দল আগামী ৭ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো খেলাই শুরু হবে সকাল ৯.০০টা থেকে।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-এ: ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ-বি: বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও হংকং।
খেলার সূচি
২৯ সেপ্টেম্বর
গ্রুপ-এ: আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপি ৪, ঢাকা।
গ্রুপ-এ: ভারত-নেপাল, বিকেএসপি ৩, ঢাকা।
গ্রুপ-বি: পাকিস্তান-হংকং, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
গ্রুপ-বি: বাংলাদেশ-শ্রীলংকা, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩০ সেপ্টেম্বর
গ্রুপ-এ: ভারত-সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপি ৩, ঢাকা।
গ্রুপ-বি: শ্রীলংকা-হংকং, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
০১ অক্টোবর
গ্রুপ-এ: আফগানিস্তান-নেপাল, বিকেএসপি ৪, ঢাকা।
গ্রুপ-বি: বাংলাদেশ-পাকিস্তান, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
০২ অক্টোবর
গ্রুপ-এ: আফগানিস্তান-ভারত, বিকেএসপি ৩, ঢাকা।
গ্রুপ-এ: নেপাল-সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপি ৪, ঢাকা।
গ্রুপ-বি: পাকিস্তান-শ্রীলংকা, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
গ্রুপ-বি: বাংলাদেশ-হংকং, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
০৪ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
০৫ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
০৭ অক্টোবর: ফাইনাল, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে