-
ওয়াইল্ড কার্ড নিয়ে অস্ট্রেলিয়ায় মুগুরুজা
January 4th, 2018ক্রীড়া ডেস্ক :
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ০৪ জানুয়ারি: বিশ্বের দুই নম্বর টেনিস তারকা স্পেনের গারবিন মুগুরুজা ওয়াইল্ড কার্ড নিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে খেলতে নামছেন। সিডনি টুর্নামেন্টের ড্র অনুযায়ী উইম্বলডন চ্যাম্পিয়ন মুগুরুজা বর্তমান ফ্রেঞ্চ ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন হেলেনা ওস্তাপেনকো ও স্লোয়ানে স্টিফেন্সের মুখোমুখি হবেন।
এ টুর্নামেন্টে আরো অংশ নিচ্ছেন ভেনাস উইলিয়ামস, পেট্রা কেভিতোভা ও এ্যাঞ্জেলিক কারবারের মত তারকারা।
মৌসুমের প্রথম টুর্নামেন্টে ব্রিসবেন ওপেনের দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার আলেক্সান্দ্রা ক্রুনিচের বিপক্ষে ২-১ ব্যবধানে তৃতীয় সেটে এগিয়ে থাকার সময় প্রচণ্ড গরমে পেশীতে টান পড়ে মুগুরুজার। এর ফলে তিনি আর খেলতে পারেননি। পেশীর সমস্যার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি নিয়েও শঙ্কায় পড়েন মুগুরুজা।এ প্রসঙ্গে মুগুরুজা বলেন, কোর্টে ফিরে আসার জন্য ওয়াইল্ড কার্ড খুবই কার্যকরী একটি সুযোগ। আশা করছি মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবার আগে আরো কিছু ম্যাচ খেলতে পারবো। তবে সিডনি টুর্নামেন্ট বেশ কঠিন হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ