-
ওয়াজেদ গাজীর মৃত্যুতে বাফুফে ও বিএসজেএ’র শোক
September 13th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও সাবেক ফুটবল প্রশিক্ষক ওয়াজেদ গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন।
আজ বিকেলে এক শোক বার্তায় বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
বিএসজেএ’র শোক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সহকারি কোচ, যশোর জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও খ্যাতিমান ফুটবলার ওয়াজেদ গাজী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন।
আজ বিকেলে বিএসজেএ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
ওয়াজেদ গাজী (৮৭) আজ সকাল ৯.০০টায় যশোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অদ্য বাদ জোহর যশোর ঈদগাহ্ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে