-
ওয়াটসন নৈপুণ্যে ৫৭ রানের বড় জয় কোয়েটার
March 9th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ৯ মার্চ: ওয়াটসনের অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসকে ৫৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এরফলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুলতানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কোয়েটা। ৭ খেলায় কোয়েটার পয়েন্ট ৮। আর টেবিলে অবস্থান দ্বিতীয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাবেক অসি ব্যাটসম্যান শেন ওয়াটসনের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৮০ রানের স্কোর গড়ে কোয়েটা। ওয়াটসন ৫৮ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯০ রান করে আউট হন। কম যাননি সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। ৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ঝড়োগতিতে করেন ৫২ রান। ওপেনার আসাদ শফিকের ব্যাট থেকে আসে ১৬ রান।
করাচি কিংসের শহিদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, উসমান খান ও মোহাম্মদ আমির একটি করে উইকেট নেন।
১৮১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোয়েটার বোলারদের দাপুটে বোলিংয়ে ৮ উইকেটে ১১৩ রানে করাচির ইনিংস থেমে গেলে ৫৭ রানে জিতে যায় কোয়েটা। করাচির মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন। এরা হলেন- অধিনায়ক ইমাদ ওয়াসিম (৩৫), বাবর আজম (৩২), মোহাম্মদ রিজওয়ান (অপ: ২৬*)। বোলারদের দাপটে দুই ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান ও রবি বোপারা রানের খাতাও খুলতে পারেননি। এছাড়া দুই ওপেনার ডেনলি ও শহীদ আফ্রিদি মাত্র ১ রান করে বিদায় নেন।
কোয়েটার বোলারদের মধ্যে রাহাত আলী ও আনোয়ার আলী দুটি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের শেন ওয়াটসন।
এ ম্যাচ হেরে যাওয়ায় ৬ খেলায় করাচি কিংসের সংগ্রহ ৭ পয়েন্ট। আর অবস্থান চতুর্থ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে