-
ওয়ানডে সিরিজে দলের বাইরে অস্ট্রেলিয়ার লিন
January 8th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সিডনি, ০৮ জানুয়ারি: ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলের বাইরে চলে গেছেন অস্ট্রেলিয়া বিগ হিটিং ডানহাতি ব্যাটসম্যান ক্রিস লিন। কাফ ইনজুরির কারণে চলতি মাসের সিরিজ থেকে লিন নাম প্রত্যাহার করেছেন বলে আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বিগ হিটার। ২০১৭ সালের ১৩ জানুয়ারি ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে অভিষিক্ত হন ক্রিস লিন। একমাত্র ওয়ানডে ম্যাচে ১৬ রান করে আউট হন তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে শুক্রবার পার্থ স্করচার্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় কাফ ইনজুরিতে পড়েন ব্রিসবেন হিটসের হয়ে খেলা লিন।
এ ইনজুরির কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে এবং খুব শিগগিরই নির্বাচকরা তার বদলি ঘোষণা করবেন।
আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে