-
ওয়ার্নার শতকে ১৩৪ রানের বড় জয় অস্ট্রেলিয়ার
October 27th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
অ্যাডিলেড, ২৭ অক্টোবর: ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ১৩৪ রানের রেকর্ড জয়ে সিরিজে ১-০তে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার করা ২ উইকেটে ২৩৩ রানের জবাবে শ্রীলংকার ইনিংস ৯ উইকেটে ৯৯ রানে থামলে ১৩৪ রানের রেকর্ড জয় পায় অস্ট্রেলিয়া।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের শতক এবং অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের ফিফটিতে ২ উইকেটে ২৩৩ রানের বড় স্কোর গড়ে স্বাগতিকরা।
উদ্বোধনী জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ১২২ রানের উড়ন্ত সূচনা এনে দেন। অধিনায়ক ফিঞ্চ ৩৬ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৪ রান করে আউট হন। ক্যারিয়ারের ১০ম ফিফটি এটি তার।
দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল ১০৭ রানের আরও একটি পার্টনারশিপ গড়েন। গ্লেন ম্যাক্সওয়েল ২৮ বলে ৭ চার ও তিন ছক্কায় করেন ৬২ রান। এদিন সপ্তম ফিফটির দেখা পান ম্যাক্সওয়েল।
ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন। ক্যারিয়ারের প্রথম শতক এটি ডেভিড ওয়ার্নারের। টার্নার অপরাজিত ছিলেন ১ রানে।
সান্দাকান ও সানাকা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা অসি বোলারদের মারাত্মক বোলিংয়ে ৯ উইকেটে ৯৯ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। ফলে ১৩৪ রানে জিতে যায় অসিরা। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দাসুন সানাকা ১৭, কুশল পেরেরা ১৬, ফার্নান্ডো ও মালিঙ্গা করেন ১৩ রান করে। ওপেনার গুনাথিলাকার ব্যাট থেকে াসে ১১ রান।
কুশল মেন্ডিস ও কাসুন রাজিথা রানের খাতাও খুলতে পারেননি।
অসি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ১৪ রান খরচায় একাই শিকার করেন ৩ উইকেট। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দু’টি করে এবং অ্যাস্টন আগার নেন ১ উইকেট।
ম্যাচসেরা হন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।
আগামি ৩০ অক্টোবর ব্রিসবেনে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে