শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
ওয়ার্ল্ড ইয়ুথে নাইম-নোশিনের হার দিয়ে শুরু
October 2nd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪.কম
মুম্বাই, ২ অক্টোবর ২০১৯ক্যান্ডিডেট মাস্টার নাইম হক এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু করেছেন।
আজ বুধবার ভারতের মুম্বাইয়ে উদ্বোধনী রাউন্ডে অনূর্ধ্ব-১৮ ওপেন বিভাগে নাইম হক চীনের ওয়াং শিকজু’র কাছে এবং বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে নোশিন আঞ্জুম রাশিয়ার মহিলা ক্যান্ডিডেট মাস্টার গরিফুলিনা লিয়ার কাছে পরাজিত হয়েছেন।
এ আসরে তিন সদস্যের বাংলাদেশ দল অংশ নিচ্ছে।দলের সাথে প্রশিক্ষক হিসেবে রয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
উল্লেখ্য অনূর্ধ্ব-১৮ ওপেন বিভাগে ৪২ দেশের ৭৭ জন এবং বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে ৩৬ দেশের ৭০ জন অংশ নিচ্ছেন।
বিডিস্পোর্টস২৪.কম/এমএ