-
ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে শুরু
October 17th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঝিকরগাছা, ১৭ অক্টোবর: আজ শনিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে (কাতা) প্রতিযোগিতা-২০২০।’ ঝিকরগাছার বিএম হাইস্কুলের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অৃনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
এবারের এই প্রতিযোগিতায় সাতটি জেলার শতাধিক ছেলে-মেয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
ওজন ও বয়সের ভিত্তিতে ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের এই প্রতিযোগিতা। প্রত্যেকটি ক্যাটাগরির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ীদের মেডেল দেওয়া হবে। এছাড়া দলগত বিজয়ীদের ট্রফি দেওয়া হবে। অংশ নিতে যাওয়া জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য খুলনা, যশোর, ফরিদপুর ও ঢাকা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে