-
ওয়ালটন-বিটিভি ক্রীড়া উৎসবের ফুটবলে গর্জন একাদশ চ্যাম্পিয়ন
July 15th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৫ জুলাই: ওয়ালটন-বিটিভি ক্রীড়া উৎসবের ফুটবলে গর্জন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার ক্রীড়া উৎসবের ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। বাছাইপর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে গর্জন একাদশ ও রাইজিং স্টার একাদশ ফাইনালে ওঠে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাইজিং স্টার একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গর্জন একাদশ।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা ও অনুষ্ঠান) সুরথ কুমার সরকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিটিভির মুখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসনিমা আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু ও ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিটিভির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ালটন-বিটিভি ক্রীড়া উৎসবের ৮টি ইভেন্টে বিটিভির প্রায় ৩০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে