-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা টাইগারদের
July 3rd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩ জুলাই: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে।
ঘোষিত দলে সুযোগ পেয়েছেন চার নতুন মুখ। এরা হলেন-নাজমুল ইসলাম শান্ত, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি ও আবু জায়েদ। এছাড়া দলে ফিরেছেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত।
দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, আবুল হাসান, মোহাম্মদ সাইফু্দ্দিন এবং সানজামুল ইসলাম।
দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন যথারীতি মাশরাফি বিন মর্তুজা। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।
আগামী ২২, ২৫ ও ২৮ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহামুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি এবং আবু জায়েদ চৌধুরী রাহি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে