-
ওয়েস্ট হামের কাছে ২-০ গোলের হার ম্যানইউর
September 22nd, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ২২ সেপ্টেম্বর: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে দ্বিতীয় হারের স্বাদ পেলো তারা।
দুই অর্ধে দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হাম। সেইসাথে নিজেদের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় তুলে নেয় তারা।
পল পগবা-অ্যান্থনি মার্শালকে ছাড়া খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাশ রাশফোর্ড-হুয়ান মাতারা শুরু থেকে চেষ্টা চালাচ্ছিলেন গোল আদায় করার। কিন্তু আক্রমণে ধার না থাকায় তাদের বারবার হোঁচট খেতে হচ্ছিল ওয়েস্ট হামের রক্ষণভাগের সামনে।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ফেলিপ অ্যান্ডারসনের পাস থেকে রাশিয়ান ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো ম্যান ইউ’র জালে বল পাঠালে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ওয়েস্ট হাম।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ইউনাইটেড চেষ্টা বার বার ব্যর্থ করে দেয় ওয়েস্ট হামের রক্ষণভাগের খেলোয়াড়রা। ৮৪ মিনিটে অ্যারন ক্রেসওয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্ট হাম (২-০)। শেষ অবধি ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হাম।
এই জয়ে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ওঠে এসেছে ওয়েস্ট হাম। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানইউ। ৫ খেলায় টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে