-
কদমতলা সংসদের জয়
January 28th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ জানুয়ারি: তৃতীয় বিভাগ ফুটবল লিগের খেলায় জয় পেয়েছে কদমতলা সংসদ। আজ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় কদমতলা সংসদ ২-১ গোলে পরাজিত করেছে গভ: প্রিন্টিং প্রেসকে।
প্রথমে গোল করেও জয়লাভ ব্যর্থ হয় গভ; প্রিন্টিং প্রেস। ৩৫ মিনিটে মো: মনিরুল ইসলামের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে গভ; প্রিন্টিং প্রেস।
দ্বিতীয়ার্ধে কদমতলা সংসদের মো: ইমন হোসেন একাই দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন। ইমন হোসেন ৫৯ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন।
একই মাঠে আরামবাদ ফুটবল একাডেমি ও দিপালী যুব সংঘের মধ্যকার দিনের দ্বিতীয় খেলাটি ০-০ গোলে ড্র হয়।
আগামীকাল একই মাঠে খেলা হবে দু’টি। দুপুর ১২-১৫টায় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড যুবদল-সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং দুপুর ০২-৪৫টায়
সিটি ইউনাইটেড ক্লাব-টাঙ্গাইল ফুটবল একাডেমী পরস্পরের মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে