-
কমনওয়েলথ গেমস : শ্যুটিংয়েই ভরসা
March 25th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ মার্চ ২০১৮ : অষ্ট্রেলিয়ার গোল্ডকোষ্টে আগামী ৪-১৫ এপ্রিল ২১তম কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে। লাল-সবুজের দেশ বরাবরের মতো এবারো অংশ নিতে যাচ্ছে। গেমসে বাংলাদেশ শ্যুটিং, সাঁতার, অ্যাথলেটিক, কুস্তি, ভারোত্তোলন ও বক্সিং ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ দলের অংশগ্রহণ উপলক্ষে অাজ রোববার ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ দলের সেফ দ্য মিশন নাজিমউদ্দীন চৌধুরী নানা তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিওএ’র উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
বাংলাদেশ কন্টিনজেন্টে ৪১ সদস্যের মধ্যে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা রয়েছেন। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা কমনওয়েলথ গেমস ভাল করার কথা ব্যক্ত করেন। তারা জানিয়েছে, ক্রীড়াবিদরা দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেস্টা করবেন। তবে শ্যুটিংয়েই বেশি প্রত্যাশা করা হচ্ছে। এরই মধ্যে শনিবার শ্যুটিং দল গোলকোস্টে পৌঁছে গেছে। অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা ৩১ মার্চ থেকে যাওয়া শুরু করবেন। গেমসে ৫ এপ্রিল থেকে বাংলাদেশের খেলা শুরু হবে।উল্লেখ্য কন্টিনজেন্টের সেফ দ্য মিশন নাজিমউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘শ্যুটিং দল যাওয়ার সময় বলেছি, স্বর্ণ জিতলে ১০ লাখ, রৌপ্য জিতলে ৭ লাখ ও ব্রোঞ্জ জিতলে ৩ লাখ টাকা করে দেয়া।’ শুধু তাই নয়, পদকজয়ীকে অন দ্য স্পটেও পাঁচ হাজার মাকিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানান, আমাদের ঘোষণা দেয়া আছে, আন্তর্জাতিক গেমসে স্বর্ণ জিতলে ১০ লাখ, রৌপ্য জিতলে ৫ লাখ ও ব্রোঞ্জ জিতলে ৩ লাখ টাকা পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ কন্টিনজেন্ট
অ্যাথলেটিক : মেজবাহ আহমেদ, শিরিন আক্তার, খুরশিদা খাতুন।
বক্সিং : মো. রবিন মিয়া, আল-আমিন, কাজী আব্দুল মান্নান।
ভারোত্তোলন : বিদ্যুৎ কুমার রায়, শিমুল কান্তি সিংহ, ফুলপতি চাকমা, মাবিয়া আক্তার সীমান্ত, জহুরা খাতুন নিশা, ফাহিমা আক্তার ময়না।
সুইমিং : রেজাউল হোসেন বাদশা, আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহমুদুন নবী নাহিদ, নাজমা খাতুন।
শ্যুটিং : আবদুল্লাহ হেল বাকী, শোভন চৌধুরী, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, আরমিন আশা, আরদিনা ফেরদৌস, আমিরা হামিদ, সৈয়দা আতকিয়া হাসান, জাকিয়া সুলতানা, সুরাইয়া আক্তার, শারমীন শিল্পা, ক্ল্যাবসজন ক্রিস্টেনসেন, মারকো সকিফ, হোসনে আরা বেগম, গোলাম সফিউদ্দিন খান, ইন্তেখাবুল হামিদ অপু।
কুস্তি : আল আমজাদ, শিরিন সুলতানা ও তাবিউর রহমান পালোয়ান।
সেফ দ্য মিশন : নাজিম উদ্দিন চৌধুরী।
জেনারেল টিম ম্যানেজার: ফখরুদ্দিন হায়দার।
টিম ডাক্তার: ডা. মো. শফিকুর রহমান।
প্রশাসনিক কর্মকর্তা : মো. হাবিবুর রহমান।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ