-
কমনওয়েলথ দাবায় মনন রেজা নীড়ের স্বর্ণপদক লাভ
July 3rd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩ জুলাই: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। নীড় ৭ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে অপরাজিত থেকে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে স্বর্নপদক লাভ করেন।
সপ্তম রাউন্ডের খেলা শেষে নীড় এবং ভারতের রোস জৈন ৬ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতির পারস্পরিক ফলাফলে বাংলাদেশের নীড় ভারতের রোস জৈনকে পরাজিত করায় স্বর্ণ পদক পান এবং ভারতের রোস জৈন রৌপ্য পদক পায়। ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে ৫টি দেশের ৬৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এখানে উল্লেখ্য, ২০১৭ সনে নীড় কমনওয়েলথ দাবায় একই গ্রুপে রৌপ্য পদক লাভ করেছিল। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত ওপেন অনূর্ধ্ব-৮ বছর গ্রুপের সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় মনন ভারতের জি, আকাশের সাথে ড্র করেন।
অপরদিকে ওপেন গ্রুপে ৮ খেলায় হানিফ মোল্লা ৩ পয়েন্ট ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ২ পয়েন্ট পেয়েছেন। ওপেন গ্রুপের আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় হানিফ মোল্লা ভারতের পান্ডা রোজ সন্তোষের সাথে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ শ্রীলংকার স্যামুয়েল এন্থনির সাথে খেলছেন। ঊর্ধ্ব-৬০ গ্রুপেও বাংলাদেশের পদক লাভের সম্ভাবনা রয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে