-
করিম বেনজেমার জোড়া গোলে সহজ জয় রিয়ালের
September 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সান্টিয়াগো বার্নাবু, ২ সেপ্টেম্বর: করিম বেনজেমার জোড়া গোল এবং গ্যারেথ বেল সার্জিও র্যামোসের একটি করে গোলে পয়েন্ট তালিকার নিচের সারির দল লেগানেসের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
এ ম্যাচ জয়ের ফলে টানা ৩ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
গতকাল রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ১৭ মিনিটেই গোলের সূচনা করেন গ্যারেথ বেল। এ সময় ডান প্রান্ত থেকে ড্যানিয়েল কারভাজালের পাস থেকে বল পেয়ে চমৎকার ভলি শটে লেগানেসের জাল কাঁপান গ্যারেথ বেল (১-০)। এ নিয়ে গত তিন ম্যাচে তিন-তিনটি গোল করলেন গ্যারেথ বেল।
২৪ মিনিটে পেনাল্টি থেকে লেগানেসের গুইডু কারিল্লো গোল করে সমতা আনেন (১-১)। ১-১ সমতা নিয়েই বিশ্রামে যা দু’দল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া রিয়াল একের পর এক আক্রমণ শানাতে থাকে লেগানেস শিবিরে। ফলও পায় তারা। ৪৮ মিনিটে মার্কো এসেনসিওর চমৎকার ক্রস থেকে রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা দর্শনীয় হেডে লেগানেসের জালে বল পাঠাতে ভুল করেননি (২-১)।
৬১ মিনিটে আবারও গোল করেন করিম বেনজেমা। এ সময় লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে করিম বেনজেমা লেগানেসের জালে বল পাঠাতে ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল।
৬৬ মিনিটে পেনাল্টি থেকে সার্জিও র্যামোস গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুলেন লুপেতেগুই’র শিষ্যরা।
এ ম্যাচ হেরে যাওয়ায় এখনো জয়ের মুখ দেখেনি লেগানেস। ৩ খেলায় তাদের সংগ্রহ ১ পয়েন্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে