-
করোনার বিরুদ্ধে লড়াই বিশ্বকাপ জয়ের চেয়েও কঠিন: রবি শাস্ত্রী
April 15th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
নয়াদিল্লি, ১৫ এপ্রিল: মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে জয় বিশ্বকাপ জয়ের থেকেও বেশি কঠিন। তাই এমন সংকটের মুহূর্তে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের নির্দেশ মেনে চলুন। দেশবাসীর কাছে এমনই আর্জি নিয়ে হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।
বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে ১মিনিট ৪৩ িসেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন কোহলিদের হেডস্যার। ভিডিওটির ক্যাপশন হিসেবে শাস্ত্রী লেখেন, ‘নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’ এরপর প্রায় দেড় মিনিটেরও সেই ভিডিওয় তিনি বলেন, ‘আজ কোভিড-১৯ আমাদের এমন এক পরিস্থিতিতে দাঁড় করিয়েছে, যেখানে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।’
এরপর শাস্ত্রীর সংযোজন, ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াই বিশ্বকাপের লড়াইয়ের মতোই। যখন তুমি তোমার সর্বস্ব দিয়ে জেতার চেষ্টা করো। কিন্তু মাথায় রেখো এটা সাধারণ কোনো বিশ্বকাপ নয়। এই যুদ্ধ যে কোনও বিশ্বকাপ লড়াইয়ের থেকে অনেক বেশি কঠিন। যেখানে কেবল ১১ জন নয় বরং ময়দানে ১.৪ বিলিয়ন মানুষ একসঙ্গে নেমে লড়াই করছে।’ তবে দেশবাসীকে তাঁর ভিডিওর মাধ্যমে আশ্বস্তও করেছেন শাস্ত্রী।
শাস্ত্রী বলেছেন, ‘আমরা এই লড়াই জিততে পারি। কিন্তু সেজন্য আমাদের কিছু প্রাথমিক বিষয়ের দিকে নজর রাখতে হবে। সম্মান জানাতে হবে তাদের যারা নিজেদের জীবন বিপন্ন করে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে। আমাদের ঘরে থাকতে হবে, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। গেমটা জেতা খুব একটা সহজ কাজ নয়, এজন্য আমাদের কিছু কষ্ট সহ্য করতে হবে এবং যুদ্ধজয় দেখতে গেলে শিকলটা ভাঙতে হবে।’
এইভাবে দেশের প্রায় ১৪০ কোটি মানুষকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন ভারতীয় দলের কোচ।
উল্লেখ্য, দেশে ২১ দিনের প্রথম পর্যায়ের লকডাউন শেষ হয়েছে মঙ্গলবার। কিন্তু করোনা প্রতিরোধে দেশে লকডাউনের সময়কাল আরও ১৯ দিন বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ, ভারতে লকডাউন মেয়াদকাল বৃদ্ধি হয়েছে আগামি ৩ মে পর্যন্ত। সূত্র: কলকাতা২৪
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে