-
করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে
November 15th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ১৫ নভেম্বর: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে তাকে আগামী ১৪ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে।
আজ রোববার সকালে তার করোনা পজিটিভ হওয়ায় এবং করোনার তেমন কোনো উপসর্গ না থাকায় জেমি ডে নিজের মনের সংশয় দূর করতে আবার পরীক্ষা করাবেন।
করোনাভাইরাসে আক্রান্ত জেমি ডে অবশ্য মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের সাথে থাকতে পারছেন না। তার বদলে ১৭ নভেম্বর ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।
যদিও প্রথম ম্যাচ জিতে জেমি ডে বেশ খোশমেজাজেই ছিলেন। একই সাথে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নেয়ার পরিকল্পনা করছিলেন।
এদিকে জেমি ডে বলেন, বর্তমানে আমার হালকা ঠাণ্ডা আছে। তবে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তাই আজ আবার পরীক্ষা করাবেন।
অপরদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার বাফুফে সদস্য আমের খান জানান, জেমি ডের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ