-
করোনায় আক্রান্ত ডেভিড সিলভা
September 1st, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মাদ্রিদ, ০১ সেপ্টেম্বর: রিয়াল সোসিয়াদের মিডফিল্ডার ডেভিড সিলভা করোনা আক্রান্ত হয়েছেন৷ স্প্যানিশ এই তারকা ফুটবলারের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ সাবেক ম্যানচেস্টার সিটির এই ফুটবলার এখন আইসোলেশনে রয়েছেন৷।
রিয়াল সোসিয়াদের তরফে জানানো হয়, প্রথম টেস্ট নেগেটিভ এলেও গত ৭২ ঘণ্টায় সিলভার দ্বিতীয় টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে তার কোনো উপসর্গ দেখা দেয়নি৷ তাঁর প্রথম পিসিআর টেস্ট শুক্রবার লাস পালমাস ডি-তে হয়েছিল৷ কিন্তু দ্বিতীয়বার টেস্টটি পলিক্লিনিকা গিপুজ্জোয়ায়৷ দ্বিতীয় টেস্টেই ডেভিড সিলভার রিপোর্ট পজিটিভ এসেছে বলে সোসিয়াদের তরফে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷
ক্লাবের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ‘ডেভিড সিলভা নিয়মিত ফ্লাইটে বিলবাওতে যাত্রা করে সান সেবাস্তিয়ান পৌঁছেছিলেন। ফিরে আসার পর প্রোটোকল মেনে দ্বিতীয় পরীক্ষা করা হয়েছিল৷ তাতে তার ফলাফল ইতিবাচক এসেছে। সান সেবাস্তিয়ানে এই প্রথম ঘণ্টা ডেভিড সিলভা ক্লাবে তার নতুন সহকর্মীদের অভিনন্দন গ্রহণ করার সুযোগ পায়নি। ইতিমধ্যেই তাঁকে বিচ্ছিন্ন রাখা হয়েছে৷ তাঁকে স্বাস্থ্যকর্তারা পর্যবেক্ষণে রেখেছে৷
সম্প্রতি সিলভা ম্যানচেস্টার সিটি-র সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদে যোগ দিয়েছেন৷ সিলভার স্পেনে ফিরে আসেন নিখরচায় স্থানান্তরের মাধ্যমে। গত ১০ মৌসুমে ম্যানচেস্টার সিটি-র হয়ে ৪৩৬টি ম্যাচ খেলেছেন৷ ক্লাবের হয়ে তিনি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, দু’টি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং তিনটি কমিউনিটি শিল্ড জিতেছেন৷
ক্লাবের হয়ে তার চূড়ান্ত উপস্থিতি লিসবনের লিওনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে৷ গত মাসে, এতিহাদ স্টেডিয়ামের বাইরের একটি মূর্তি দিয়ে মিডফিল্ডারকে সম্মান জানানোর কথা ঘোষণা করেছিল ম্যান সিটি। ক্লাবটি তাদের সিটি ফুটবল অ্যাকাডেমিতে একটি বেসস্পোক মোজাইক ট্রেনিং পিচ সিলভার নামে উৎসর্গ করবে৷
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে