-
করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ
November 8th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ৮ নভেম্বর: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
করোনায় আক্রান্ত হওয়ায মাহমুদুল্লাহ রিয়াদ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন প্লে-অফের ম্যাচে মুলতান সুলতানসের হয়ে খেলতে তো পারছেনই না। এমনকি আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা নিয়ে শংকা জেগেছে।
পিএসএলে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান সুলতানস। অথচ পিএসএল খেলতে আগামীকাল ঢাকা ছাড়ার কথা ছিল মাহমুদুল্লাহর।
তবে বাংলাদেশ থেকে একমাত্র তামিম ইকবালই এখন পিএসএল খেলতে যাবেন। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে লাহোর কালান্দার্স তামিমকে দলে ভিড়িয়েছে।
করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দু’বার করোনা পরীক্ষা করেন তিনি। দু’বারই তার রিপোর্ট পজিটিভ আসে। এর ফলে নিজ বাসায় আলাদা রুমে আইসোলেশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ