-
করোনায় প্রাণ গেল ইংলিশ বিশ্বকাপজয়ী ফুটবলার হান্টারের
April 18th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ১৮ এপ্রিল: মহামারী করোনায় প্রাণ হারিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার নরমান হান্টার। করোনা ভাইরাসের সাথে সপ্তাহব্যাপী লড়াইশেষে ১৭ এপ্রিল শুক্রবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ৭৬ বছর বয়সী সাবেক এই ইংলিশ ডিফেন্ডার।
ক্যারিয়ারের ১৫ বছরে লিডসের জার্সিতে ৭২৬টি ম্যাচ খেলেছেন হান্টার। দু’টি লিগ শিরোপাও জিতেছেন। ১৯৭৫ সালে লিডসের হয়ে ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে ঐ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারে তার দল।
১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন হান্টার। গোল করেছেন ২টি।এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে