-
করোনায় ফরাসি স্কোয়াডের বাইরে মান্ডান্দা
September 4th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
প্যারিস, ৪ সেপ্টেম্বর: উয়েফা নেশন্স কাপে ক্রোয়েশিয়া ও সুইডেনের মোকাবেলা করতে যাওয়া ফ্রান্স দল থেকে ছিটকে পড়লেন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত গোলরক্ষক স্টিভ মান্ডান্দা। তার করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফরাসি কর্মকর্তারা।
আজ শুক্রবার সরোনার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই স্কোয়াড ত্যাগ করেন মান্ডান্দা। শনিবার নেশন্স লিগের ম্যাচে সুইডেনের মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচেও খেলতে পারছেন না এই গোলরক্ষক। বুধবার করোনা পরীক্ষা করান ৩৫ বছর বয়সি এই ফুটবলার। যার ফল পজিটিভ এসেছে।
ফরাসি দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই গোলরক্ষককে দ্বিতীয়বারের মত পিসিআর টেস্ট করানো হয়েছে এবং এর ফলও পজিটিভ এসেছে। এর ফলে সুইডেনের বিপক্ষে ম্যাচে তিনি অংশ নিতে পারছেন না।’
ক্লাব ফুটবলে মার্শেইয়ের হয়ে খেলেন মান্ডান্দা। সম্প্রতি ক্লাবটিতে একাধিক খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে