-
করোনা পরীক্ষার নমুনা দিলেন মিঠুন-গিবসন
September 9th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ সেপ্টেম্বর: শ্রীলংকা সফরকে সামনে রেখে আজ করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও বোলিং কোচ ওটিস গিবসন।
গেল সোমবার অন্যান্য ১৭ খেলোয়াড়ের সাথে মিঠুনের নমুনা সংগ্রহ করা হয়নি। আর গতকাল ঢাকায় পৌঁছান গিবসন। দু’জনেরই করোনা রিপোর্টের ফল আগামীকাল পাওয়া যাবে।
বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘মিঠুন-গিবসন আজ তাদের নমুনা দিয়েছে। আশা করি, আগামীকাল তাদের ফলাফল পাওয়া যাবে।’
গত সোমবার মোট ১৭ জন খেলোয়াড় ও সাতজন সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরমধ্যে টেস্ট দলের ওপেনার সাইফ হাসান ও প্রধান ট্রেনার নিক লি’র রিপোর্ট পজিটিভ আসে। করোনাভাইরাসের কোনো লক্ষণ না থাকলেও, ১৪ দিনের আইসোলেশনে থাকবেন তারা।
তবে গতকাল, বিসিবি’র আটজন সাপোর্ট স্টাফ করোনার নমুনা দিয়েছে, তাদের সকলেরই নেগেটিভ এসেছে।
আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। শ্রীলংকায় পৌঁছে সেখানে মূল অনুশীলন পর্ব শুরু করবে । বাংলাদেশ হাইপারফরমেন্স (এইচপি) দলের সাথে কিছু অনুশীলন ম্যাচও খেলবে জাতীয় দল। লংকান এইচপি দলের সাথে সিরিজের জন্য বাংলাদেশের এইচপি দল সেখানেই অবস্থান করবেন।
বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে বিসিবি ভাষ্য অনুযায়ী, ২৪ অক্টোকর থেকে প্রথম টেস্ট শুরু হবে। প্রথম দু’টেস্টের ভেন্যু হবে ক্যান্ডি। আর তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু হবে কলম্বো। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে