-
কলকাতার প্রতিপক্ষ আজ ধোনির চেন্নাই
April 10th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ ডটকম
চেন্নাই, ১০ এপ্রিল ২০১৮ : চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি হচ্ছে। উভয় দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে। খেলাটি চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস-১ সরাসরি সম্প্রচার করবে।
গত ৭ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এক উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে। আর ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চার উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ : শেন ওয়াটসন, মুরালি বিজয়, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, মার্ক উড, দীপক চাহার, ইমরান তাহির।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ : সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, পীযুশ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব, বিনয় কুমার।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ