-
কলকাতায় ফাহাদ, তাহসিন ও রিদওয়ান জিতেছে
January 30th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ ডটকম
কলকাতা, ২৮ জানুয়ারি : কলকাতায় ২৬তম টেলিগ্রাফ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ২৮ জনের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।
মনোন রেজা নীড় আড়াই পয়েন্ট, মাহফুজুর রহমান সাইফ দুই পয়েন্ট ও সৈদয় রিদওয়ান এক পয়েন্ট সংগ্রহ করেছেন।
আজ রোববার ভারতের কোলকাতা শহরের গোর্কি সদনে সকালে দ্বিতীয় রাউন্ডে ফাহাদ ভারতের সংকেত দাসকে, তাহসিন ভারতের শ্রেয়শ্রী বনসালকে, নীড় ভারতের মৃতিকা মল্লিককে ও সাইফ ভারতের অর্নব জাজারিয়াকে পরাজিত করেন। রিদওয়ান ভারতের আরহাম দুগারের কাছে হেরে যান।
বিকালে তৃতীয় রাউন্ডে ফাহাদ ভারতের আয়ুশ ভট্টাচার্যকে, তাহসিন ভারতের আনিস রোজকে ও রিদওয়ান ভারতের আরাব মোদীকে পরাজিত করেন। নীড় ভারতের পলের সাথে ড্র করেন। সাইফ ভারতের আমবারিস শর্মার কাছে পরাজিত হয়েছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ