-
কষ্টার্জিত জয় রিয়ালের
September 23rd, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
স্পেন, ২৩ সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হারের যন্ত্রণা নিয়ে সেভিয়ার মাঠে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই যন্ত্রণা দূর করে দেন করিম বেনজেমা। তার গোলেই সেভিয়ার মাঠে ১-০ গোলে পরাজিত করেছে সেভিয়াকে।
রিয়াল প্রথম গোলের প্রথম সুযোগ পায় ৩৫ মিনিটে। এর ৪ মিনিট পরে দানি কারভাহালও সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু সেভিয়া গোলরক্ষককে পরাস্ত করা যায়নি। প্রথমার্ধটা গোলশূন্য ব্যবধানে শেষের পর বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চলছিল সমানতালে। কিন্তু করিম বেনজেমাকে আর আটকে রাখা যায়নি। ৬৪ মিনিটে হেড থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। কারভাজালের চমৎকার ক্রস থেকে দর্শনীয় হেডে সেভিলার জাল কাঁপান করিম বেনজেমা (১-০)। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ১-০ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
এ জয়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লা-লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে অ্যাথলেটিক বিলবাও।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে