-
কাবাডি: বালকে সেরা চট্টগ্রাম ও বালিকায় ময়মনসিংহ
March 14th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১৪ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমসের কাবাডি ডিসিপ্লিনে বালক গ্রুপে চট্টগ্রাম বিভাগ ও বালিকা বিভাগে ময়মনসিংহ বিভাগ স্বর্ণপদক জিতেছে।
আজ বুধবার কাবাডি স্টেডিয়ামে বালক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চট্টগ্রাম বিভাগ ৩০-২৭ পয়েন্টে সিলেট বিভাগকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। রাজশাহী বিভাগ ২০-১১ পয়েন্টে ঢাকা বিভাগকে হারিয়ে তৃতীয়স্থান লাভ করে।
একই ভেন্যুতে বালিকা গ্রুপের ফাইনালে ময়মনসিংহ বিভাগ ৪৩-১৬ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২২-১০ পয়েন্টে এগিয়ে ছিল। তবে তৃতীয় হয়েছে খুলনা বিভাগ।
উল্লেখ্য, বাংলাদেশ যুব গেমসে বালকে ৮টি এবং বালিকায় ৫টি বিভাগ অংশগ্রহণ করে।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপমহাসচিব আশিকুর রহমান মিকু।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ