শিরোনাম
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী... বিজয় দিবস হকিতে বিকেএসপি-বিমানবাহিনী পয়েন্ট ভাগাভাগি... একদিনে আরচ্যারীতে ৬ স্বর্ণ জয় বাংলাদেশের... দুর্দান্ত ফিল্ডিংয়ে স্বর্ণ জয় নারী ক্রিকেট দলের... মহিলা হ্যান্ডবলে স্বস্তির ব্রোঞ্জ জয়... দিনের শুরুতেই রোমান সানাদের ৩ স্বর্ণ জয়... এসএ গেমস আরচ্যারীর ১০ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ... বঙ্গবন্ধু বিপিএলের স্পন্সর আকাশ... সপ্তম দিনশেষেও শীর্ষে ভারত... বিজয় দিবস হকির উদ্বোধন...
-
কারাতেতে আরও একটি ব্রোঞ্জ জয় বাংলাদেশের
December 2nd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কাঠমান্ডু, ২ ডিসেম্বর: ১৩তম এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার খান অন্তরা। কারাতের কাতা একক ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয় করেছিলেন তিনি। আজ নেপালের কাঠমাণ্ডু ও পোখরায় অনুষ্ঠিত এসএ গেমসের দ্বিতীয় দিন এই পুরস্কার জেতেন অন্তরা।
দ্বিতীয় দিনে কারাতেতে আরও একটি ব্রোঞ্জ জয় করে বাংলাদেশের।পুরুষদের কারাতের কাতা একক ইভেন্টে মোহাম্মদ হাসান খান তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
১ ডিসেম্বর এসএ গেমসের ত্রয়োদশতম আসর শুরু হয়। এবারে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পদক বিজয়ী প্রত্যেক ক্রীড়াবিদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম /বিকে